Newish IT

নিয়মাবলী

  • নিবন্ধন এবং আপনার তথ্য
    কোর্স নিতে একটি ইমেইল এড্রেস দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটি ইমেইল এড্রেস দিয়ে কেবল একটি-ই অ্যাকাউন্টের নিবন্ধন করতে পারবেন। আপনি নিশ্চিত করছেন যে, নিবন্ধনের সময় যেসব তথ্য প্রদান করেছেন সেগুলো সত্য এবং আপডেটেড। ভুল তথ্য প্রদান এবং নিউইশ আইটির নিয়মনীতির বিরুদ্ধে গেলে কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষমতা রাখে। এই নিবন্ধনের মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে প্রকাশ করবেন না। সেই সঙ্গে আপনার অ্যাকাউন্টের অপব্যবহার হলে অবিলম্বে আমাদের অবহিত করবেন। আপনার অ্যাকাউন্টের যাবতীয় কার্যকলাপের জন্য শুধুমাত্র আপনি-ই দায়ী থাকবেন।
  • কনটেন্ট ডিসক্লেইমার
    কোর্স ক্রয়ের আগে কোর্সটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। কোর্স পারচেস বা ক্রয়ের পর, কোর্সের বিষয়বস্তু সম্পর্কে কোন অভিযোগ গ্রহণ করা হবে না। কিন্তু কোর্সের কোন কনটেন্টের বিশেষ অংশ সম্পর্কে আপনার কোন অনুরোধ কিংবা অভিযোগ থাকলে, আপনি ইমেইল বা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন। একজন ছাত্র হিসাবে, আপনি আপনার কোর্স সম্পর্কে প্রশ্ন রাখতে পারেন। তবে এক্ষেত্রে কোন অপমানজনক এবং অনৈতিক সুবিধা গ্রহণযোগ্য নয়। একটি কোর্স সম্পন্ন করার জন্য যদি আপনি শর্তাবলী লঙ্ঘন করে আপত্তিকর বা কোন বেআইনী কোন কাজ করেন, তাহলে নিউইশ আইটি কোন পূর্ব নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার রাখে।
  • পরিবর্তন ও পরিমার্জন
    নিউইশ আইটি’র মালিকানাধীন কোনো কনটেন্ট, কোর্স, কোর্স প্রাইস, প্রোমোশন ইত্যাদি যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন হতে পারে। এক্ষেত্রে করতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • পেমেন্ট পলিসি
    পেমেন্ট করার পূর্বে কোর্সের মূল্য সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে নিন। পেমেন্ট সম্পন্ন করার পর কোন অভিযোগ বিবেচনা করা হবে না। নিউইশ আইটি বিকাশ, রকেট, নগদ’র মাধ্যমে কোর্স পেমেন্ট গ্রহণ করে থাকে।
  • কপিরাইট পলিসি
    ওয়েবসাইটের ডিজাইন, কনটেন্ট, লোগো, সার্ভিস মার্কসহ যাবতীয় নিউইশ আইটি’র সম্পত্তি। ইউজার শুধুমাত্র নিজস্ব এবং অ-বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এই ওয়েবসাইট থেকে কোন তথ্য ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। নিউইশ আইটির অনুমতিব্যাতীত এর বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটলে তা অপরাধ হিসাবে গণ্য হবে এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

FAQ – প্রশ্ন-উত্তর

  • কোর্স কিনতে চাই, কিভাবে এনরোল করবো?
    যে কোর্সটি কিনতে চাচ্ছেন সেই কোর্সটিতে গিয়ে Add to card বাটনে ক্লিক করলে সেটি Cart এ চলে যাবে।
    এরপর Cart এ গিয়ে Proceed to Checkout ক্লিক করুন। পরবর্তীতে Billing Details এ আপনার তথ্য দিন। এরপর আপনার (যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে) বিকাশ/ নগদ/ রকেট সিলেক্ট করে ফোন নাম্বার এবং ট্রানজেকশন আইডি দিয়ে Place order করুন।
  • পেমেন্টএ চার্জ কাটবে কি?
    বিকাশ/ নগদ/ রকেটের তাদের স্বাভাবিক ট্রানজেকশন ফি চার্জ করবে।
  • পেমেন্ট কিভাবে করবো?
    বিকাশ/ নগদ/ রকেটের মাধ্যমে খুব সহজেই কোর্স ফি পেমেন্ট করতে পারবেন।
  • পেমেন্টের কতক্ষণপর কোর্স এনরোল হবে?
    আপনার পেমেন্ট সফল হওয়ার পর ইমেইলের মাধ্যমে যতো ধ্রুত সম্ভব অর্ডার নিশ্চিতকরণ ম্যাসেজ পাঠান হবে। অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনি কোর্স এনরোল করতে পারবেন।
  • কোর্স ভিডিও ডাউনলোড করা যাবে কি?
    না। ভিডিও ডাউনলোড করা যাবেনা। শুধুমাত্র এক্সারসাইজ ফাইল ছাড়া। কোর্সটি করতে অবশ্যই লগইন করে এক্সেস নিতে হবে।
  • নিউইশ আইটির সাথে কিভাবে যোগাযোগ করব?
    যোগাযোগের জন্য ফেইসবুক পেইজে facebook.com/newishit মেসেজ দিতে পারেন।
    অথবা ইমেইলও করতে পারেনঃ info@newishit.com
  • কোর্সের বিষয়ে কোন হেল্প লাগলে ইনসট্রাক্টর এর সাপোর্ট পাওয়া যাবে কি?
    আপনার কোন জিজ্ঞাসা অথবা কোর্স করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে নিউইশ আইটির ফেসবুক পেজে facebook.com/newishit বা info@newishit.com মেইলে জানাতে পারেন। ইনসট্রাক্টর এর হেল্পের জন্য আপনার Order ID এবং E-mail প্রদান করে সমস্যা বলুন। যতো ধ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করা হবে। প্রয়োজনে স্কাইপ/টিমভিউয়ারে লাইভ সাপোর্ট  দেয়া হবে।
  • স্টুডেন্টের জন্য কি কোন পাব্লিক গ্রুপ আছে?
    হাঁ, আছে। Newish IT এর ফেসবুক গ্রুপ লিংক facebook.com/groups/graphicdesignNewishIT
  • Log In বা Sign Up করবো কিভাবে?
    ওয়েবসাইটের উপরের মেনু থেকে My Acoount এ ক্লিক করুন। এরপর মেইল, পাসওয়ার্ড দিয়ে Login করতে পারবেন। পাশে থাকা Sign Up বাটনে ক্লিক করে যাবতীয় তথ্য পূরণ করে Sign Up করতে পারবেন।